অন্নদাঠাকুরের ১৩৪ তম আবির্ভাব উপলক্ষ্যে উৎসব উদযাপন পরিষদ গঠন ও প্রস্তুতিসভা গত ১৩ নভেম্বর নগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে আদ্যাপীঠ ট্রাস্টি বরুন মজুমদারের সভাপতিত্বে ও ট্রাস্টি কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদ্যাপীট ট্রাস্টি বোর্ডের সভাপতি দিলীপ কুমার মজুমদার।
আরও বক্তব্য রাখেন অনিল বিশ্বাস, কাজল কর, দীপাল মজুমদার, আশুতোষ চক্তবর্তী, রুপেস বিশ্বাস, বিজয় বিশ্বাস বিশু, সজল কান্তি কর, কাঞ্চন বিশ্বাস, ডা. অঞ্জন কুমার দাশ, রাজন সেন, অর্জুন কুমার নাথ। সভায় সর্বসম্মতিক্রমে আশুতোষ চক্রবর্তীকে সভাপতি, সজল কান্তি করকে সাধারণ সম্পাদক ও তপন বিশ্বাসকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়। সভায় আগামী ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত গীতাপাঠ, চণ্ডীপাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা ও ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












