কর্ণফুলীতে অস্ত্র, গুলি ও মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৮ নভেম্বর, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে অস্ত্র, গুলি ও মদসহ একাধিক মামলার আসামি পিতাপুত্রকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলো নূর হোসেন (৭০) ও তার পুত্র মাসুদ খান (২৪)। গত শনিবার দিবাগত রাতে উপজেলার শিকলবাহা ইউপির ৫নং ওয়ার্ড রাজার বাপের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শিকলবাহা আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী ও কর্ণফুলী থানা পুলিশের দুটি টিম প্রায় ৩ ঘণ্টা এ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র, গুলি ও মাদকগুলো উদ্ধার করে এবং পিতাপুত্রকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাটির ভিতর গর্ত করে কৌশলে বড় প্লাস্টিক ড্রামে পলিথিনে মোড়ানো অবস্থায় মাদকগুলো উদ্ধার করা হয়। তারা নিজ ঘরে অবৈধ মাদকের হাট বসিয়ে কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, গত শনিবার দিবাগত রাত্রে যৌথবাহিনীর সহযোগিতায় শিকলবাহা ইউনিয়ন থেকে বিভিন্ন মামলার দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুইজন পিতাপুত্র। তাদের থেকে নাইন শুটারগানের ২টি বুলেট, ২২লিটার দেশীয় মদ ও আনুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জাম, মোবাইলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত তারা এ অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের ট্রেনযাত্রা শুরু, এটা আর থামবে না
পরবর্তী নিবন্ধ১৫ টন রসুন আত্মসাতের অভিযোগে ৩ জন গ্রেপ্তার