মধ্যরাতে নগরে সারপ্রাইজ ভিজিটে মেয়র শাহাদাত

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ নভেম্বর, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

পরিচ্ছন্ন কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে কী না তা জানতে গত শনিবার দিবাগত মধ্য রাতে নগরের বিভিন্ন ওয়ার্ড ‘সারপ্রাইজ ভিজিট’ করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় যান আরেফিন নগর চসিকের বর্জ্যাগারেও। এছাড়া গতকাল রোববার দুপুরে সিআরবিতে সড়ক সংস্কার কাজও পরিদর্শন করেন তিনি।

পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন বিষয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর সুবিধার্থে পরিচ্ছন্ন কার্যক্রম রাতে পরিচালিত হচ্ছে। আমি রাতে পরিচ্ছন্ন কার্যক্রম ঠিকমত হচ্ছে; নাকি কর্মীরা ফাঁকি দিচ্ছে তা দেখতে পরিদর্শনে বের হয়েছি। এমন সারপ্রাইজ ভিজিট নিয়মিত করা হবে। কেউ দায়িত্ব পালনে ফাঁকি দিলে বা ব্যর্থ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

আরেফিন নগর পরিদর্শনকালে মেয়র বর্জ্যাগারগুলোর বর্তমান সক্ষমতা যাচাই করেন এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাকর্মচারীদের মতামত নেন।

এদিকে গতকাল দুপুরে সিআরবি সাত রাস্তা মোড় থেকে হোটেল রেডিসন ব্লু পর্যন্ত হেঁটে হেঁটে সড়ক সংস্কার ও পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করেন। মেয়র চসিকের প্রধান প্রকৌশলীকে সিআরবিসহ নগরের ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামত করার নির্দেশ দেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে বলেন।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৩৬ কোটি টাকায় ৩ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে চসিক
পরবর্তী নিবন্ধসাবেক ১৪ মন্ত্রী উপদেষ্টা বিচারপতি ও সচিবকে হাজির করা হবে আজ