যখন যেমন মনে করি, তাই হতে পাই যদি, আমি তবে একখানি হই, ইচ্ছামতী নদী…’ রবিঠাকুরের ছোটদের ‘ইচ্ছামতী’ কবিতার অবলম্বনে বোধন আবৃত্তি স্কুল শিশুবিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে ‘ইচ্ছামতী’। গত শুক্রবার সকাল সাড়ে দশটায় নগরীর এনায়েতবাজারস্থ মহিলা কলেজে পরিচালিত বোধন আবৃত্তি স্কুলে ইচ্ছামতী অনুষ্ঠানে শিশুবিভাগের প্রায় সত্তরজন প্রশিক্ষণার্থী একক আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করে।
মূলতঃ প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণকালীন মঞ্চে একক দক্ষতা প্রয়োগে কতটুকু নিজেদের দৃঢ়তায় অভ্যস্ত করেছে তা পরখ করতে এমনি আয়োজন করা হয়েছে। যাতে একটি কবিতার নির্যাস ছেঁকে বোধের জাগরণ শক্তির উত্তরণে সুপ্ত প্রাণে বিকাশ ঘটে। এতে বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল। উপস্থিত ছিলেন গৌতম চৌধুরী, সাজেদুল আনোয়ার, আবৃত্তিশিল্পী সংগীতা কর চৌধুরী, পলি ঘোষ, শর্মিলা রায়, লিটন বড়ুয়া, শংকর প্রসাদ নাথ, সুচয়ন সেনগুপ্ত, জসিম উদ্দিন, সুচিত্রা বৈদ্য, ইভান পাল, কলি সরকার, হাসিবুল ইসলাম শাকিল। আবৃত্তিশিল্পী ত্রয়ী দে ও রাফিয়াতুন সানজানা রিহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঋত্বিকা নন্দী। শিশুদের পরিবেশনায় মূল্যায়নে ছিলেন বোধনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, আবৃত্তিশিল্পী লিমা চৌধুরী ও উর্মি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।