১০ বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের চতুর্থ সফর এবার। আগের তিন সফরে ছয় টেস্টে জয় নেই একটিও। এমনকি ড্রও নেই। কোনো ম্যাচে বাংলাদেশ সেভাবে লড়াই জমাতেই পারেনি। তবে ওয়েস্ট ইন্ডিজের কোচ আন্দ্রে কোলি আশা করছেন এবার লড়াই জমতে পারে দুই ম্যাচের টেস্ট সিরিজে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি শুরু আগামী শুক্রবার। অ্যান্টিগায় হবে প্রথম টেস্ট । আগামী ৩০ নভেম্বর জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। সবশেষ দুই সফরেই বাংলাদেশের প্রথম টেস্ট ছিল অ্যান্টিগায়। সাকিব আল হাসানের নেতৃত্বে ২০১৮ সালে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ২১৯ রানে। ২০২২ সালে হেরেছিল ৭ উইকেটে। দুবারই মূলত পেস সহায়ক উইকেটে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং। ২০১৮ সালে প্রথম ইনিংসে ৪৩ রানে গুটিয়ে গিয়েছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব, মাহমুদউল্লাহরা। পরের বার একটু ‘উন্নতি’ হয়। সেবার প্রথম ইনিংসের রান ছিল ১০৩। এছাড়া সবশেষ তিন সফরের অন্য চার ম্যাচে বাংলাদেশের হার ছিল দুটিতে ১০ উইকেটে। অন্য দুটিতে ২৯৬ ও ১৬৬ রানে। বাংলাদেশের সামপ্রতিক পারফরম্যান্সের যে হালচাল, বিশেষ করে ব্যাটিংয়ের যা অবস্থা, তাতে এবারও ভালো কিছু আশা করা কঠিন।
ক্যারিবিয়ানরা তবু লড়াইয়ের প্রস্তুতি নিয়েই রাখছে। টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের। সেই ম্যাচে ও সিরিজের আগে অনুশীলন ক্যাম্পে নিজেদের ঝালাই করে নিতে চান ক্যারিবিয়ান কোচ আন্দ্রে কোলি। উদীয়মান দুটি েসে্কায়াডের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি প্রতিদ্বন্দ্বিাপূর্ণ হবে বলেই আশা করছি আমরা। সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন ক্যাম্প আমাদেরকে সুযোগ করে দেবে সম্ভাব্য সেরা প্রস্তুতি নেওয়ার। অভিজ্ঞ ও উঠতি সব ক্রিকেটারই নিজেদের স্কিল শাণিত করে নেওয়ার সুযোগ পাবে টেস্ট সিরিজের আগে। দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হবে আজ রোববার ও আগামীকাল সোমবার। এই ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এখানে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। এমনিতে প্রস্তুতি ম্যাচে মূল দলের কিছু ক্রিকেটার নানা সময়েই খেলে থাকেন। তবে ঘরের দলের অধিনায়কের এসব ম্যাচে খেলা বিরল ব্যাপার। ইনজুরি কাটিয়ে ফিরলে বা দীর্ঘদিন ম্যাচ খেলার বাইরে থাকলে কখনও কখনও প্রস্তুতি ম্যাচে খেলতে দেখা যায় অধিনায়ককে।