শুরু হলো ক্বণন’র আবৃত্তি শিক্ষণ কর্মশালা

| রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের তিন মাসব্যাপী শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষণ কর্মশালার সূচনা হয়েছে। শুক্রবার চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তনে শুরু হওয়া ক্বণন’র এই ৭৬তম আবৃত্তি শিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আবৃত্তি শিল্পের শিক্ষক ক্বণন সভাপতি মোসতাক খন্দকার। উদ্বোধনী ক্লাসে মোসতাক খন্দকার আবৃত্তির প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তা, আবৃত্তি শিক্ষার্থীর প্রাথমিক গুণাবলী এবং আবৃত্তির তাৎপর্যগত উপলব্ধি ও শিল্পমূল্য বিষয়ে তাত্ত্বিক ও প্রায়োগিক পাঠদান করেন।

উল্লেখ্য, ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের তিন মাসব্যাপী কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, কবিতা বোঝা, কবিতার আবৃত্তি নির্মাণ, কণ্ঠশীলন, স্বরমাধুর্য বৃদ্ধি, বাংলা ছন্দ, তাল, লয়, মাইক্রোফোনের ব্যবহার, অনুষ্ঠান সঞ্চালানা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতি শুক্রবার বিকাল ৪ টা থেকে একটি বা দুটি করে সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর ২০ টি ক্লাস হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোয়াইট পেপার ও ইন্টারচেঞ্জ আর্ট স্টুডিওর ক্যাম্প সিম্পনি অব ন্যাচার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় জামাতে নামাজ আদায়ে পুরস্কার পেল ৯৩ শিশু-কিশোর