হোয়াইট পেপার ও ইন্টারচেঞ্জ আর্ট স্টুডিওর ক্যাম্প সিম্পনি অব ন্যাচার

ইট-পাথরের মাঝে প্রকৃতির সান্নিধ্যে দশ শিল্পী

| রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

বাকলিয়ার কলকুঞ্জ বাগানবাড়িতে ইটপাথরের মাঝে প্রকৃতির সান্নিধ্যে সবুজে ঘেরা নির্মল পরিবেশে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী আর্ট ক্যাম্প সিম্পনি অব ন্যাচার। যেখানে সবুজের ছায়ায় বসে মনের মাধুরী মিশিয়ে নানাবর্ণে ছবি আঁকেন ঢাকাচট্টগ্রামের নবীনপ্রবীন দশজন চিত্রশিল্পী।

হোয়াইট পেপার এবং ইন্টারচেঞ্জ আর্ট স্টুডিও আয়োজিত অংশ নেয়া শিল্পীরা হলেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিউটের পরিচালক শিল্পী উত্তম কুমার বড়ুয়া, শিল্পী অধ্যাপক হায়দারী আন্দালুসিয়া, শিল্পী মাহাবুবুর রহমান চৌধুরী, শিল্পী মোসলেহ উদ্দিন খান নিজাম, শিল্পী সোনিয়া বিনতে হাসান, শিল্পী সুকান্ত চৌধুরী, শিল্পী আজিজুল কদির, শিল্পী শামসুল আলম সোহেল, শিল্পী হামিদ পারভেজ রাফি এবং শিল্পী ফজলে রাব্বি।

হোয়াইট পেপারের সিউ শিল্পী সোনিয়া বিনতে হাসান বলেন, বেশিরভাগ সময়ে কল্পনার ওপর নির্ভর করে ছবি আঁকতে হয় আমাদের। প্রকৃতির কাছে এসে চিত্রাঙ্কন করতে অন্যরকম অনুভূতি কাজ করছে। আমরা প্রকৃতিকে খুব কাছে থেকে দেখে আমাদের ক্যানভাসে ফুটিয়ে তুলছি। তাছাড়া শহুরে জীবন যাপনের কারণে গ্রামীণ জনজীবন সম্পর্কে ভুলতে বসেছি। কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে আমরা প্রকৃতির পাশাপাশি গ্রামের জনজীবনের সঙ্গে পরিচিত হতে পেরেছি।

আঁকা ছবিতে বাঙালির শ্বাশত জীবনযাত্রা, নদী, বন, ফুলফলসহ নানা চিত্র উঠে এসেছে। কারো কারো ছবিতে এসেছে শীতের আগমনী বারতাও। আগামীতে বড় কোনো আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাঙালির চিরায়ত প্রকৃতিকে তুলে ধরার জন্যেই এই আয়োজন বলছেন আয়োজকরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবারইয়ারহাটে ৫৮ কেজি গাঁজাসহ আটক ২
পরবর্তী নিবন্ধশুরু হলো ক্বণন’র আবৃত্তি শিক্ষণ কর্মশালা