খাগড়াছড়িতে বনজ সম্পদ রক্ষার আহ্বান

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, পাহাড়ের বনসহ প্রাকৃতিক সম্পদ রক্ষা করেই জীবিকা নির্বাহ করতে হবে। এতে পাহাড়ের প্রকৃতি যেমন বাঁচবে, তেমনি অর্থনৈতিক যাত্রাও সমৃদ্ধ হবে। গতকাল শনিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে খাগড়াছড়ি বনজ দ্রব্য ব্যবসায়ী লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অনিমেষ খীসা। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, সাধারণ সম্পাদক এমএন আফসার, সহসভাপতি প্রবীন চাকমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় এসেছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে