সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম আর নেই। গতকাল শনিবার ভোরে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে ওই হাসপাতালের সিনিয়র অফিসার শাহরিয়ার মাসুদ জানিয়েছেন। তিনি বলেছেন, ফজলুল করিম বার্ধক্যের নানা রোগে ভুগছিলেন; তার বয়স হয়েছিল ৮১ বছর। মোহাম্মদ ফজলুল করিম আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি আজ (গতকাল) ভোরে চারটা ৪৩ মিনিটে মারা গেছেন। খবর বিডিনিউজের।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো শোকবার্তায় বলা হয়েছে, সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জোহরের নামাজের পর সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে মোহাম্মদ ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হয়। বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারক এবং ২০০১ সালের ১৫ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হন। বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের অষ্টাদশ প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।