স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক ও রিয়েন্টেশন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্ণফুলী এরিয়া অফিস চট্টগ্রামের ম্যানেজার জনি রোজারিও ও প্রোগ্রাম অফিসার উইলিয়াম গোমেজ, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের কনসালটেন্ট কৃষিবিদ রফিকুল ইসলাম। ওরিয়েন্টেশনে আকমল আলী ঘাট বেড়িবাঁধ জেলেপাড়া সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাসকারী ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ওরিন্টেশনে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।