রোমের প্রান্তিক সম্প্রদায়ের তরুণদের জন্য একটি ক্লাব চালু করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ও নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। ইতালির রাজধানীতে চালু করা পোপ ফ্রান্সিস–ইউনূস থ্রি জিরো ক্লাব উদ্ভাবনী ধারণা বিকাশ এবং বাস্তবসম্মত ও টেকসই সমাধান তৈরির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বাল্ডো রেইনার কাছে লেখা এক চিঠিতে মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি এই উদ্যোগে অংশ নিতে পেরে গভীরভাবে সম্মানিত। এই অসাধারণ উদ্যোগটি পোপ ফ্রান্সিসের এবং আমার অন্তর্ভুক্তিমূলক ও পরিবর্তনশীল ভবিষ্যতের স্বপ্নকে প্রতিফলিত করে।
প্রধান উপদেষ্টা লিখেছেন, এই উদ্যোগের লক্ষ্য কেবল শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ অর্জন করা নয়; বরং সহানুভূতি, সমতা এবং স্থায়িত্বের ভিত্তিতে একটি নতুন সভ্যতার উত্থান ঘটানো। এমন একটি সভ্যতা যেখানে কেউই পিছিয়ে পড়বে না; বরং প্রত্যেকেই নিজের ভাগ্যের নায়ক হতে পারবে। সবাই একই মানব পরিবারের গর্বিত সদস্য হবে। পোপ ফ্রান্সিস সাম্প্রতিক বছরগুলোতে এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।
অধ্যাপক ইউনূস বলেন, চলুন আমরা স্বপ্ন দেখি একটি একক মানব পরিবার হিসেবে, সহযাত্রী হিসেবে, যারা একই মাটির সন্তান। আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ বিশ্বাস ও আদর্শের সমৃদ্ধি নিয়ে আসি এবং ভাই ও বোন হিসেবে একসঙ্গে পথ চলি। সামাজিক ব্যবসার ওপর নিজের বিশ্বাস এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি পোপ ফ্রান্সিসের অটল প্রতিশ্রুতি এই উদ্যোগকে অনুপ্রাণিত করেছে জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেছেন, থ্রি জিরো ক্লাব তরুণদের এমন প্রকল্প কল্পনা ও বাস্তবায়নে উৎসাহিত করবে, যা অর্থবহ পরিবর্তন আনবে। তাদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের মাধ্যমে আমরা তরুণ নেতাদের আরও ন্যায়সঙ্গত ও সৌহার্দ্যপূর্ণ সমাজ নির্মাণে উৎসাহী করব।