মন্ত্রিসভায় ট্রাম্প-মনোনীতদের নিয়ে বিতর্ক ছড়াচ্ছে

উঠছে অসদাচরণের অভিযোগ

| রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

ভোটে জিতে চার বছর পর ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চলা ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার জন্য মনোনীতদের নিয়ে এরই মধ্যে বিতর্ক ছড়াচ্ছে। নতুন মন্ত্রিসভার বেশ কয়েকজন মনোনীত সদস্য চুলচেরা বিচারবিশ্লেষণের মুখে পড়েছেন। কারও কারও বিরুদ্ধে অসদাচরণের অভিযোগও উঠছে।

ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথকে মনোনীত করেছেন। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। আবার ট্রাম্প যাকে অ্যাটর্নি জেনারেল করছেন, সেই ম্যাট গেটজও যৌন নিপীড়নের অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছিলেন। তাছাড়া, নতুন প্রশাসনে ট্রাম্প স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন, তিনি কোভিডের সময় টিকাবিরোধী হিসেবে পরিচিতি পাওয়ার কারণে তাকে নিয়েও তুমুল সমালোচনা হচ্ছে। খবর বিডিনিউজের।

জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তার মনোনীত প্রার্থীদের নিয়োগ চূড়ান্ত করতে সেনেটের অনুমোদন দরকার হবে। সেনেট এবার রিপাবলিকানদের দখলেই থাকছে। তারপরও নতুন মন্ত্রিসভার এই প্রার্থীরা দ্বিদলীয় শুনানিতে নানা প্রশ্নের মুখে পড়বেন বলেই মনে করা হচ্ছে। গত শুক্রবার পুলিশ জানিয়েছে, পেন্টাগনের জন্য মনোনীত প্রার্থী পিট হেগসেথ ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ায় যৌন হয়রানির একটি অভিযোগে তদন্তের মুখে ছিলেন। আফগানিস্তান ও ইরাক যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ সেনা হেগসেথ ফঙ নিউজের উপস্থাপক। তাকে কখনও গ্রেপ্তার করা হয়নি। তিনি ভুল কোনওকিছু করার কথাও অস্বীকার করেছেন। ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, হেগসেথ সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

ট্রাম্প মনোনীত নতুন অ্যাটর্নি জেনারেল ম্যাট গেটজও কংগ্রেস সদস্য থাকার সময়ে অসদাচরণ করার অভিযোগের মুখে পড়েছেন। গত বৃহস্পতিবার গেটজকে মার্কিন বিচার বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেন ট্রাম্প। এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিনিধি পরিষদে ফ্লোরিডার কংগ্রেস সদস্যপদ থেকে পদত্যাগ করেন গেটজ। পদত্যাগ করায় গেটজের বিরুদ্ধে নানা অভিযোগের কংগ্রেসীয় তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রক্রিয়া থমকে গেল। তার বিরুদ্ধে যৌন অসদাচরণ, অবৈধ মাদকের ব্যবহার এবং নির্বাচনি প্রচার তহবিলের অপব্যবহার সম্পর্কিত অভিযোগ আছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে আগুনে পুড়ল দুটি বেকারি ও একটি ওয়ার্কশপ
পরবর্তী নিবন্ধনগরের ১৬টি থানায় অন্তত ১৬ জন পরিকল্পনাবিদ প্রয়োজন : মেয়র