বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’ চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে বাউবি এইচএসসি ২৪ ব্যাচের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের ভিপি মো. পারভেজ খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডাক দিয়ে যাই এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. রেজা খান হেলালী, অর্থনীতি বিভাগের শিক্ষক এম জুবাইরুল ইসলাম মেহেরী, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাহফুজুল কাদের সাইনুর, ডাক দিয়ে যাই উত্তর অঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ হোসেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সাংবাদিক আলী আহমদ শাহিন, মহিলা কলেজের শিক্ষক তাজরুল ইসলাম, রুকন উদ্দিন সিদ্দিকী ও দেলোয়ার হোসেন। খোরশেদ আলম সোহেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ চৌধুরী, একেএম শাহাজাহান, কফিল উদ্দিন, সাদিয়া চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ডাক দিয়ে যাই’ শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে যাচ্ছে। তাদের মাধ্যমে বাউবিতে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি ইতিবাচক দিক। তিনি বাউবি শিক্ষার্থীদের চট্টগ্রাম শহর পরিষ্কার–পরিচ্ছন্নতা রাখার ব্যাপারে ভূমিকা রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।