প্রথমবারের মত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ‘যুব পদযাত্রা’সহ দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করবে চট্টগ্রামে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার এ কর্মসূচি পালন করার কথা রয়েছে। কর্মসূচিকে ঘিরে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা নগরে এসেছেন গতকাল। দিনভর বিপ্লব উদ্যান ও জিয়া স্মৃতি যাদুঘরসহ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতি রয়েছে এমন স্থানগুলো পরিদর্শন করেন তারা। মাঝখানে সংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে তুলে ধরেন কর্মসূচির আদ্যপান্ত।
এদিকে দেড় মাসেরও বেশি সময় ধরে নেতৃত্ব শূন্য নগর যুবদল। গত ২০ সেপ্টেম্বর রাতে বিলুপ্ত করা হয় নগর যুবদলের সাংগঠনিক কমিটি। এ অবস্থায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ‘উজ্জ্বীবিত’ হয়েছেন এখানকার নেতাকর্মীরা। তাছাড়া যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে নতুন কমিটি। সম্ভাব্য কমিটিতে পদপ্রত্যাশীরা তাই আজকের কর্মসূচিতে নিজের শক্ত অবস্থান জানান দিতে চান। এছাড়া কর্মসূচি সফল করতে গত কয়েকদিন ধরে প্রস্তুতি সভা হয়েছে বিভিন্ন থানা ও ওয়ার্ডে।
এদিকে গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে আজকের কর্মসূচিগুলো তুলে ধরা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে–সকাল ৮টায় রাঙ্গুনিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাগফিরাত কামনা। সকাল সাড়ে ১০টায় কালুরঘাট বেতার কেন্দ্রে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার দর্শন ও আদর্শের আলোকে শিশু–কিশোরদের চিত্রায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অতিথি থাকবেন নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান। দুপুর ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সংলগ্ন শহীদ জিয়া স্মৃতি যাদুঘরে এতিম শিশুদের অংশগ্রহণে কোরআনখানি ও দোয়া মাহফিল। এতে অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বেলা ২টায় বিপ্লব উদ্যানে ‘রং তুলিতে আঁকা স্বাধীনতার ঘোষণার চিত্র প্রদর্শনী হবে। এতে অতিথি থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এছাড়া বিকেল ৩টায় গণ অভ্যুত্থানে যুব সমাজের নেতৃত্বদানকারী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিপ্লব উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশ এবং সমাবেশ শেষে কালুরঘাট বেতার কেন্দ্র অভিমুখে ‘যুব পদযাত্রা’। এতে অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। কর্মসূচি ঘোষণা করেন যুুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। উপস্থিত ছিলেন নগর মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান, কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মো. আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী।