জামায়াতে ফজরের নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর

মুসলিম ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৯:৩২ পূর্বাহ্ণ

টানা ৪০ দিন ফজরের নামাজ জামায়াতে পড়ে বাইসাইকেল উপহার পেল পটিয়া উপজেলার উজিরপুর গ্রামের ১৯ শিশুকিশোর। নামাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এবং ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস গড়ে তুলতে শিশুকিশোরদের জন্য সাইকেল পুরস্কারের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন পটিয়া উপজেলার ‘মুসলিম ওয়েলফেয়ার কাউন্সিল’। শিশুকিশোরদের মধ্যে সাইকেল বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলের সভাপতি ও হাজী মহসিন কলেজের সাবেক ভিপি মহিউদ্দীন মুকুল বলেন, আজকের শিশুকিশোররাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবে। আমরা যদি তাদেরকে ধর্মপ্রাণ, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি আগামীতে একটি সুন্দর দেশ তথা সুন্দর পৃথিবী গড়তে পারব। তারা যাতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে তাদেরকে নিয়ে আমরা মোটিভেশনাল ও গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, শিশুকিশোরদের নিয়ে মোটিভেশনাল প্রোগ্রাম একটি ব্যতিক্রমধর্মী ও যুগোপযোগী উদ্যোগ। ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়ে একজন শিশুর বেড়ে উঠা ইসলাম ও দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরস্কারপ্রাপ্ত শিশুকিশোররা জানায়, পুরস্কারের ঘোষণা তাদেরকে ফজরের নামাজ জামায়াতে পড়ার আগ্রহ বাড়িয়ে দেয়। সাইকেল উপহার পেয়ে তারা খুবই আনন্দিত। মুসলিম ওয়েলফেয়ার কাউন্সিল ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামের আয়োজন করলে তারা সানন্দে অংশগ্রহণ করবে। উজিরপুর হায়দার আলী সিকদার জামে মসজিদে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাফওয়ান বিন হারুন আজহারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কুতুব উদ্দিন ও উজিরপুর হায়দার আলী সিকদার জামে মসজিদের মুতাওয়াল্লী এডভোকেট মোহাম্মদ ইদ্রিছ।

পূর্ববর্তী নিবন্ধপোমরা তাহেরিয়া সাবেরিয়া মাদ্রাসায় পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধহরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডে চট্টগ্রামের ২১ খুদে মেধাবী