চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে হেলথ ডে উদযাপন

| শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

নগরীর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে হেলথ ডে উদযাপন অনুষ্ঠান স্কুল অডিটরিয়ামে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সম্পন্ন হয়। এতে প্লে গ্রুপ হতে ও লেভেল এবং এসএসসি দুই কারিকুলামের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সপ্তাহব্যাপী শিক্ষার্থীদের হাইট ওয়েটসহ বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত তথ্যাদি অভিভাবকদের সাথে যোগাযোগ করে সুনিশ্চিত করা হয়। ‘স্বাস্থ্যই সম্পদ’এই স্লোগান সামনে রেখে প্রতি বছর এই দিনটির জন্য সিআইএসের অভিভাবকশিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বেশ উৎসাহের সাথে অপেক্ষায় থাকেন। কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. এ জে এম সাদেক, চিকিৎসক ডা. ইমরানুল মাওয়া ও ডেন্টিস্ট ডা. নাসরিন সুলতানা আঁখি ও ডা. উম্মে হানিসহ চার জন প্রখ্যাত চিকিৎসক। কার্যক্রম চলাকালীন স্কুলের পরিচালনা পর্ষদের সেক্রেটারি প্রফেসর ড. গিয়াসউদ্দিন হাফিজ, স্কুলের একাডেমিক এ্যাডভাইজার ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও ডিরেক্টর শহীদুল্লাহ্‌ সেলিম সরাসরি উপস্থিত থেকে পুরো বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। দিনব্যাপী এই প্রোগ্রামের পরিচালনায় ছিলেন স্কুলের প্রিন্সিপাল নজরুল ইসলাম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বৈরাচারী আ.লীগ পালিয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে
পরবর্তী নিবন্ধপটিয়ায় পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর স্মৃতিফলক উদ্বোধন