২৫ মিনিটে গৃহকর্ত্রীকে বেঁধে লুটপাট

শেষে সন্তানকে নিয়ে যায় ডাকাতরা | শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৮:৩৩ পূর্বাহ্ণ

রাজধানীর লালবাগের এক বাসায় দিনে দুপুরে ডাকাতি করতে ঢুকে মালামালের সঙ্গে দুধের শিশুকে নিয়ে যাওয়ার ঘটনায় এক দিন আগে ‘পেয়িং গেস্ট’ হিসেবে ওঠা এক নারীকেও খুঁজছে পুলিশ। লালবাগ থানার ওসি ক্যশৈনু বলছেন, সিসিটিভি ভিডিওতে তিনজন পুরুষকে ওই বাসায় ঢুকতে দেখা যায়। পরে তাদের সঙ্গে ওই নারীকে বেরিয়ে যেতে দেখা গেছে।

লালবাগ টাওয়ার পার হয়ে পাঁচ ফুটের একটি গলির ভেতর কয়েকটি বাড়ি পেরিয়ে একটি দোতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটে আবু জাফর ও ফারজানা আক্তারের সংসার।

গতকাল শুক্রবার পুলিশ আসার পর প্রতিবেশীরা জানতে পারেন, ওই বাসা থেকে লুটের পর তাদের একমাত্র সন্তানকে নিয়ে গেছে ডাকাতরা। জাইফা নামে শিশুটির বয়স মোটে আট মাস, সে এখনো মায়ের দুধ খায়। স্বজন ও প্রতিবেশীরাও বলছেন, বৃহস্পতিবার রাতে ‘পেয়িং গেস্ট’ হিসেবে ওই বাড়িতে ওঠা সেই নারী সকালবেলা আরও তিনজন পুরুষ সহযোগীসহ শিশুটিকে নিয়ে চলে যান। খবর বিডিনিউজের।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই বাসায় গিয়ে দেখা যায়, দরজা ভেতর থেকে বন্ধ। আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা এলে খুলে দেওয়া হচ্ছে। গৃহকর্তা আবু জাফর হাওলাদারের ভাই সোহাগ হাওলাদারকে পাওয়া গেল বাড়ির সামনে। তিনি জানালেন, তার ভাই জাফর একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। আর তার স্ত্রী ফারজানা চাকরি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা অনুবিভাগের স্টেনো হিসেবে। সোহাগ হাওলাদার বলেন, ১৬১৭ বছর আগে ফারজানের সঙ্গে আবু জাফরের বিয়ে হয়। তাদের বাচ্চা ছিল না। এ বছর তাদের বাচ্চা হয়। অনেক সাধনার সন্তান তাদের।

পূর্ববর্তী নিবন্ধপার্কটি সবার জন্য উন্মুক্ত থাকুক
পরবর্তী নিবন্ধকিডনি দিয়েও ছেলেকে বাঁচাতে পারলেন না মা