চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ একটি যুগান্তকারী ধারণা, যা আমাদের জাতিগত পরিচয়ে নতুন এক মাত্রা যুক্ত করেছে। মুক্তিযুদ্ধের পর, যখন পুরো জাতি একটি সত্তার সন্ধানে ছিল, তখন মেজর জিয়া তাঁর সাহসী ও বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদকে একটি বৃহত্তর দৃষ্টিকোণে উপস্থাপন করেন। যা বর্তমান প্রজন্মের কাছে অজানা।’ বিপ্লব ও সংহতি দিবস পালন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক আগামী ১৬ নভেম্বর ২০২৪, শনিবার চট্টগ্রামে দিনব্যাপী অনুষ্ঠিতব্য কর্মসূচি সফল করার লক্ষ্যে তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের সাথে চট্টগ্রাম মহানগর বিএনপির এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শওকত আলম খাজা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, মিনহাজুল ইসলাম ভূঁইয়া, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, উত্তর জেলা সভাপতি হাসান মো জসিম, সাধারণ সম্পাদক মো. আজগর ও ইকবাল হোসেন, শাহেদ আকবর, ওসমান গণি, জসিম উদ্দিন সাগর, মো. শাহেদুল ইসলাম সদস্য হাবিব উল্লাহ, শাবাল ইয়াজদানী, কলিম উল্লাহসহ যুবদল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।