কক্সবাজার সৈকতে পর্যটকদের ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের ঝাউবাগান থেকে তাদের আটক করা হয়।
আটক ছিনতাইকারীরা হলো– মো. ওমর ফারুক (১৯), মো. আবুল হোসাইন (১৯), মো. মোবারক উল্ল্যা (২৪) ও মো. শাহজাহান (২২)।
র্যাব–১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সুগন্ধা পয়েন্ট এলাকায় একটি ছিনতাইকারী চক্র পর্যটকদের কাছ থেকে মোবাইল, টাকাপয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল এমন তথ্য পেয়ে র্যাবের গোয়েন্দা দল চক্রটিকে ধরতে তৎপর হয়। এর অংশ হিসেবে বৃহস্পতিবার র্যাব–১৫ এর একটি দল ঝাউবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানে ছিনতাই চক্রের ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪টি ছুরি, ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ১টি হাতঘড়ি ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ সময় তাদের আরো দুই–তিনজন সহযোগী পালিয়ে গেছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পর্যটকদের টার্গেট করে ছিনতাই করে আসছে। গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রুজুর পর তাদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হয়।
কক্সবাজার থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, চার ছিনতাইকারীকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।