জুলাই–অগাস্টের গণআন্দোলনে আওয়ামী লীগের চালানো ‘হত্যাকাণ্ডকে’ ভারত কীভাবে দেখছে, সে বিষয়টি তারা এখনও স্পষ্ট করেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। উল্টো ‘হত্যাকাণ্ডে অভিযুক্তদের’ ভারত আশ্রয় দিয়েছে মন্তব্য করে তিনি বলেছেন, অনেক দেশ বলেছে, তারা (বাংলাদেশের) মানুষের পাশে আছে, কিন্তু ভারত এ বিষয়ে চুপ রয়েছে। আওয়ামী লীগ জুলাই–আগস্টে যে গণহত্যা করেছে, সেটাকে ভারত কীভাবে দেখছে? এখন পর্যন্ত ভারত তার অবস্থান স্পষ্ট করেনি। খবর বিডিনিউজের।
যাদের আমরা হারিয়েছি, তাদের প্রতি ভারত যদি সমবেদনা দেখায়, তাহলে মানুষ ভারতের প্রশংসা করবে। আমরা চাই, ভারত আমাদের সহযোগিতা করবে, যাতে এখানে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার আইন অনুযায়ী চলে।
বিবিসি হিন্দিকে দেওয়ার সাক্ষাতকারে বাংলাদেশের গণআন্দোলনে হত্যাকাণ্ড ও সংখ্যালঘু নিপীড়নের অভিযোগসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এ উপদেষ্টা। গতকাল বৃহস্পতিবার ওই সাক্ষাতকার প্রকাশিত হয়।
বাংলাদেশে সংখ্যালঘু সমপ্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের আহ্বান জানানো নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, আমাদের সংখ্যালঘু সমপ্রদায়ের মানুষেরা আমাদের নাগরিক। তাদের সুরক্ষা আমাদের দায়িত্ব। এ জন্যে ভারতের কিছু বলার দরকার নেই। যে ইস্যু নিয়ে ভারতের বলার দরকার, তা হল এখানে জুলাই–অগাস্ট মাসে গণহত্যার ইস্যু। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায়ে ভারত কী সহযোগিতা করতে পারে, সে বিষয়ে কথা হওয়া দরকার। আমি এটা বলতে চাইব যে, ভারতের মিডিয়া আমাদের সরকার নিয়ে মিথ্যা খবর পরিবেশন করছে। ভারতের এ বিষয়টি দেখা দরকার। অবাধ তথ্য প্রবাহ ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হোক তা আমরা চাই।