‘ডায়াবেটিস ও সুস্থতা’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পালিত হয়েছে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস–২০২৪’। গতকাল সকালে দিবসটি উপলক্ষে চমেক হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে বৈজ্ঞানিক সেমিনার এবং সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। চমেক হাসপাতাল এন্ডোক্রাইনোলজি বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চমেক উপাধ্যক্ষ ডা. মো. আবদুর রব, চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবদুস সাত্তার। চমেক হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. ফারহানা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সত্যজিৎ মল্লিক।
সেমিনারে বক্তারা বলেন, দিন দিন ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মূলত ডায়াবেটিস প্রতিরোধ করাটাই আমাদের লক্ষ্য। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে–প্রতি দুইজন প্রাপ্ত বয়স্ক লোকের মধ্যে একজন জানতেই পারছেন না যে ডায়াবেটিস রোগ হয়েছে। ডায়াবেটিস রোগ হলে শরীরে নানা ধরনের জটিলতা দেখা দেয়। তাই ডায়াবেটিস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়া দরকার। আরেকটি বিষয়– ডায়াবেটিস রোগীদের মধ্যে অনেকের ইনসুলিন নেয়ার প্রতি এক ধরনের অনীহা আছে। আসলে ইনসুলিনের ক্ষতিকারক কোনো প্রভাব নাই। চিকিৎসকের পরামর্শ মতে–ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ইনসুলিন নেয়া উচিত। এছাড়া ডায়াবেটিস রোগের চিকিৎসায় কোনো ধরনের অপপ্রচারে প্রলুব্ধ হয়ে অপচিকিৎসা নেয়া যাবে না। এছাড়া সেমিনারে অপচিকিৎসাকারীদের এসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ ও মেডিসিন সোসাইটির শীর্ষ পর্যায় থেকে প্রতিরোধ করার দাবি জানানো হয়। এছাড়া অনুষ্ঠানে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও ধূমপান থেকে বিরত থাকার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।