ফেল করা ১০১ পরীক্ষার্থী পাস জিপিএ-৫ পেল আরও ৬১ জন

এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণ সিজিপিএ পরিবর্তন হয়েছে ৪২৮ জনের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর ২২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী ৬৮ হাজার ২৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৪২৮ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল করা ১০১ পরীক্ষার্থী পাস করেছে। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ৫ পেয়েছে আরও ৬১ পরীক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে আজাদীকে বলেন, এইচএসসিতে পুনঃনিরীক্ষণের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শেষে প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে ১ হাজার ৮৪৬টি উত্তরপত্রের। ১ হাজার ৭৬৫ জন শিক্ষার্থীর উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। আর ফেল থেকে পাস করেছেন ১০১ জন। এবার ফেল থেকে জিপিএ৫ কেউ পায়নি।

জানা গেছে, উত্তরপত্র পুনঃনীরিক্ষণে নম্বর বেড়েছে, তবু কৃতকার্য হতে পারেনি ৭১ শিক্ষার্থী। এছাড়া নম্বর বেড়েছে কিন্তু গ্রেড পয়েন্ট বাড়েনি এমন শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০৮ জন। গ্রেড পয়েন্ট বেড়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৫৫৭ জন। গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি এমন সংখ্যা ১২৯ জন। সিজিপিএ পরিবর্তন হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪২৮।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় সংবাদমাধ্যম প্রতিদিন অপপ্রচার করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধসংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে