রেলওয়েতে ৩ বছরের বেশি সময় কর্মরতদের ৭ দিনের মধ্যে বদলির নির্দেশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

রেলওয়ের বিভিন্ন দপ্তরে ৩ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মচারীদের বদলিপদায়নের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রেল ভবনে মহাপরিচালকের কার্যালয় থেকে এক চিঠির মাধ্যমে আগামী ৭ কর্মদিবসের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করে রেলভবনে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। গতকাল বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের পার্সোনেল৩ শাখার উপপরিচালক পলাশ কুমার সাহার সই করা এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। এই চিঠি পাঠানো হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের (জিএম) কাছে।

ওই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দপ্তরে ৩ বছরের অধিক সময়ে কর্মরত কর্মচারীগণকে বদলি ও পদায়নের ব্যবস্থা গ্রহণ করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন অত্র দপ্তরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, যে সকল কর্মচারী বিশেষায়িত ও অপারেশন কাজের সাথে অপরিহার্যভাবে জড়িত তাদের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হলো। এতে যথাযথ কর্তৃপক্ষের সদয় অনুমোদন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ির আ. লীগ নেতা দিদারুল আলমসহ ৩ জন কারাগারে