সাবেক শীর্ষ মার্কিন গোয়েন্দা র‌্যাটক্লিফ হচ্ছে সিআইএ প্রধান

| বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ১০:০২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান হচ্ছেন জন র‌্যাটক্লিফ। তিনি দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিএনআই) শীর্ষ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিআইএর পরবর্তী প্রধান হিসেবে মঙ্গলবার তার নাম ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ দিকে ২০২০ সালের মে মাস থেকে জানুয়ারি, ২০২১ পর্যন্ত র‌্যাটক্লিফ দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিএনআই) প্রধান হিসেবে দায়িত্বপালন করেছিলেন। খবর বিডিনিউজের।

অতি সম্প্রতি তিনি ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের পক্ষে ওকালতি করা থিঙ্ক ট্যাংক প্রতিষ্ঠান সেন্টার ফর আমেরিকান সিকিউরিটির সহসভাপতির দায়িত্ব পালন করেন। আর ট্রাম্পের নির্বাচনী প্রচার চলাকালে এই রিপাবলিকান প্রার্থীকে জাতীয় নিরাপত্তা নীতি বিষয়ে পরামর্শ দেন।

সিআইএ প্রধান হিসেবে র‌্যাটক্লিফের মনোনয়ন ঘোষণা করে দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, আমাদের দেশের শীর্ষ গোয়েন্দা প্রধানের উভয় পদেই দায়িত্ব পালন করা প্রথম ব্যক্তি হতে যাচ্ছেন জন, এর অপেক্ষায় আছি আমি। তিনি জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ স্তর নিশ্চিত করার পাশাপাশি সব আমেরিকানের সাংবিধানিক অধিকারের জন্য একজন নির্ভীক যোদ্ধা হবেন এবং শক্তির মাধ্যমে শান্তি নিশ্চিত করবেন।

বাইডেনের মধ্যপ্রাচ্য নীতির সমালোচক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মধ্যপ্রাচ্যের সংঘাত মোকাবেলায় যেসব পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করেছেন র‌্যাটক্লিফ।

পূর্ববর্তী নিবন্ধবুকার জিতলেন ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভে
পরবর্তী নিবন্ধমাস্ক ও বিবেককে নতুন দপ্তর দিলেন ট্রাম্প