বিদেশগামীদের প্রয়োজনীয় তথ্যের যোগান দিতে ইনফরমেশন সেন্টার চালু

চট্টগ্রাম জেলা জনশক্তি কার্যালয়ের উদ্যোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৯:৩৯ পূর্বাহ্ণ

বিদেশগামীদের প্রয়োজনীয় তথ্যের যোগান এবং মানবপাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের ‘মাইগ্রেশন অ্যান্ড অ্যান্টি ট্রাফিকিং ইনফরমেশন সেন্টার’ চালু হয়েছে। গতকাল বুধবার সকালে কেন্দ্রটি চালু করা হয়।

নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবন২ এ জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ে উনরক ইন্টারন্যাশনালের সহায়তায় এবং ইউএসএআইডির অর্থায়নে ইনফরমেশন সেন্টারটির উদ্বোধন করা হয়। এই উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, এই তথ্য কেন্দ্র বিদেশগামী মানুষের জন্য খুবই সহায়ক হবে। কারণ সাধারণ মানুষ জানে না বিদেশে যেতে হলে কোথায় গিয়ে সঠিক তথ্য পাওয়া যাবে। এখন থেকে এই কেন্দ্র থেকে মানুষ প্রয়োজনীয় সব তথ্য পাবে। এর ফলে মানুষের প্রতারিত হওয়ার শংকা থাকবে না। তারা বিপদ থেকে রক্ষা পাবে। এই কেন্দ্রের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যের লেনদেনের ফলে মানব পাচার রোধ হবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে ইউএসএআইডি’র ফাইট স্লেভারি এন্ড ট্রাফিকিংইনপারসনস (এফএসটিআইপি) এর সুসান স্টেম্পার বলেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে ১৩টি পদক্ষেপ অনুসরণ করতে হবে। বৈধ উপায়ে ও নিরাপদে বিদেশে যাওয়ার জন্য দক্ষতা প্রয়োজন। এছাড়াও গন্তব্য দেশের ভাষা ও রীতিনীতি জানতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করে বিদেশ গেলে দেশ ও পরিবারের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হবে।

চট্টগ্রাম জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহীদ ইশরাক, ইউএসআইডির প্রতিনিধি এইচ এম নজরুল ইসলামসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০২১ সালে ইউএসএআইডির অর্থায়নে শুরু হওয়া এফএসটিআইপি প্রকল্পটি বর্তমানে বাংলাদেশের ২৬টি জেলার ১০১টি উপজেলার ৪২৪টি ইউনিয়নে চলমান রয়েছে। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বিদেশগামীদের সঠিক প্রস্তুতি নিতে সাহায্য করা। এই প্রকল্পের অধীনে চট্টগ্রামে তথ্য কেন্দ্রটি চালু করা হলো বলেও সভায় জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধের মূল অস্ত্র হল সচেতনতা
পরবর্তী নিবন্ধসানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের আনন্দ আয়োজন