বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায় থেকে দুর্নীতি দূর করে সৎ–যোগ্য লোক তৈরির একমাত্র রোল মডেল হলেন রাসূল (সা.)। কোনো অপশক্তি বাংলাদেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করলে এ দেশের ছাত্র–জনতা রুখে দেবে। মহানগরীর লালখান বাজার ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মাওলানা মুহাম্মদ আবু রাশেদের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের অধ্যাপক ড. মাওলানা বি এম মফিজুর রহমান আল আযহারী ও বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা মামুনুর রশীদ নূরী। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমঙ্গীর ভূঞা ও সেক্রেটারি আইউব আলী হায়দার। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সেক্রেটারি ইব্রাহীম হোসেন (রনি), মাওলানা আমান উল্লাহ আমান, সমাজসেবক কামরুল হুদা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।