মহেশখালীতে বৌদ্ধদের তিন দিনব্যাপী কঠিন চীবর দান শুরু

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৯:৩৩ পূর্বাহ্ণ

মহেশখালীতে বৌদ্ধ সমপ্রদায়ের ৩ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব গতকাল বুধবার সকাল থেকে শুরু হয়েছে। উপজেলার পৌরসভাধীন গোরকঘাটা বড় রাখাইন পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আয়োজিত কঠির চীবর দানোৎসবের উদ্বোধন করেন আদিনাথ ঠাকুরতলা বৌদ্ধ বিহারের ভিক্ষু মহাথের। উদ্বোধনকালে তিনি গৌতম বুদ্ধের আদর্শ ও নীতি অনুসরণ করার আহ্বান জানান।

ধর্মীয় এ অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু ও রাখাইন পাড়া সমাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ বৌদ্ধ সমপ্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন।

পূর্ববর্তী নিবন্ধকারি তালিকাভুক্তির কণ্ঠস্বর পরীক্ষা ২০ নভেম্বর
পরবর্তী নিবন্ধকাল ক্বণন’র আবৃত্তি শিক্ষণ কর্মশালা শুরু