প্রেমের চোরাবালি

হেলাল চৌধুরী | বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৯:১১ পূর্বাহ্ণ

তোমার ভালোবাসায় প্রেম ছিলো না।

চোখে ছিলো দেহ।

তোমার বুকে আমার নাম ছিলো না।

ছিলো অন্য কেহ।

তোমার হাসির মাঝে প্রাণ ছিলো না।

রুক্ষ ছিলো চোখ।

চোখের তারায় আমার মুখ ছিলো না।

ছিলো আশা ভঙ্গের শোক।

তোমার আবেগে কোনো বেগ ছিলো না।

মনে ছিলো খরা।

তোমার মনে আমার মন ছিলো না।

তাই নিথর বসুন্ধরা।

তোমার কান্নায় চোখে জল ছিলো না।

ছিলো মায়ার কলস খালি।

আমারও ফিরে আসার পথ ছিলো না।

এ যে প্রেমের চোরাবালি।

পূর্ববর্তী নিবন্ধসাইয়িদ আতীকুল্লাহ : শিল্পসৌকর্যের স্বাতন্ত্রে অনন্য
পরবর্তী নিবন্ধঅকুতোভয়া