কক্সবাজারের টেকনাফের নাফনদীর কেওড়া বাগান থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি ওয়ান শুটার গান (এলজি), ১ রাউন্ড গুলি এবং ১টি কাঠের নৌকা জব্দ। এ সময় এক রোহিঙ্গা ডাকাতকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
আটক ডাকাত টেকনাফের লেদা-২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সলিমুল্লাহর ছেলে মো. নুর রশিদ (২৫)। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ (বিজিবিএমএস)।
অধিনায়ক বলেন, গোপন সংবাদে খবর ছিলো মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে আনোয়ার প্রজেক্ট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।
ওই সংবাদে পেয়ে উক্ত স্থানের নাফনদীর কেওড়া বাগান থেকে হ্নীলা বিওপির একটি টহলদল মো.নুর রশিদ নামে এক রোহিঙ্গা আটক করে। এ সময় তার কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি ওয়ান শুটার গান (এলজি), ১ রাউন্ড গুলি উদ্ধার সহ ১টি কাঠের নৌকা জব্দ করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক মো.নুর রশিদ বলেন, সে লেদা ক্যাম্পে অবস্থান করে দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের সাথে জড়িত।এছাড়া সে এফডিএমএন ক্যাম্পে আবুল কালাম ডাকাত দলের একজন স্বক্রিয় সদস্য,এবং বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত বলে স্বীকার করে।
অধিনায়ক আরও বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট, অস্ত্র, গোলাবারুদ ও নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানায়।