রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৩

উখিয়া প্রতিনিধি | বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৪:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান। এসময় ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত হলো, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যম্পের ডি-১ ব্লকের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মো: আজিজ (২২), একই রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৫) ও বক্তার আহম্মদের ছেলে মোহাম্মদ এনাম (১৯)। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫ ব্লকস্হ লার্নিং সেন্টারের সামনের ইটের সলিং রাস্তার উপর এ বিশেষ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে যাওয়ার সময় ট্রলারসহ ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি
পরবর্তী নিবন্ধমিয়ানমার থেকে আনার সময় বিপুল ইয়াবা ও অস্ত্র-গুলি জব্দ, ডাকাত আটক