রিপ্রেজেন্ট ফাউন্ডেশনের রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৩:৫৬ অপরাহ্ণ

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও মানবতা বিষয়ক রিপ্রেজেন্ট ফাউন্ডেশনের রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) আনোয়ারার গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারীরা লায়ন শেখ সরোয়ার হোসেন। সভাপতিত্ব করেন গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দিন আহমদ।

এতে উদ্বোধক ছিলেন মুহাম্মদিয়া কুদ্দুসিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক আহমদ নুর আলকাদেরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্যবসায়ী মুহাম্মদ ফোরকান উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রিপ্রেজেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মু. রিফাত মিয়া। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রিপ্রেজেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ আনিছুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সদস্য শফিকুর রহমান, আছমা মমতাজ, শাহেদ হোসেন মুক্তার, জাহাঙ্গীর আলম, এরফানুল হক সায়েম, আবু তাহের, আহাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, জরিমানা
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে যাওয়ার সময় ট্রলারসহ ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি