প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৫:৩৯ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর গত ২৪ অক্টোবর সংখ্যায় ‘ মামলা করতে এসে নিজেই গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি” শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সৈয়দ মোহাম্মদ ইমরান। অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরীর মাধ্যমে প্রেরিত প্রতিবাদপত্রে তিনি প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে মন্তব্য করে প্রতিবাদপত্রে বলেছেন যে, প্রকাশিত সংবাদ সত্য নয়। তাকে এবং তার পিতাকে স্বর্ণ চোরাচালান এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার যেসব কথা বলা হয়েছে সেগুলো মিথ্যা। তিনি একটি ষড়যন্ত্রের শিকার বলে উল্লেখ করে বলা হয় যে, একটি মহল দীর্ঘদিন ধরে তাদের সাথে পারিবারিকভাবে শত্রুতা করছে। উক্ত শত্রুতার ধারাবাহিকতায় সংবাদটি প্রকাশ করা হয়েছে বলেও প্রতিবাদপত্রে দাবি করা হয়েছে। দুইপাশে পুলিশ দাঁড় করিয়ে ছবি প্রকাশেরও প্রতিবাদ করেছেন তিনি।

প্রতিবেদকের বক্তব্য : সৈয়দ মোহাম্মদ ইমরান মামলা করতে কর্ণফুলী থানায় গেলে সেখানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা থাকাসহ বিভিন্ন অভিযোগের ব্যাপারে পুলিশই তথ্য দিয়েছে। ছবিটিও পুলিশের ধারণকৃত। এতে দৈনিক আজাদীর নিজস্ব কোন বক্তব্য বা মতামত ছিল না।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
পরবর্তী নিবন্ধঅভিযানে ধ্বংস করা হলো মেয়াদোত্তীর্ণ পণ্য