প্রভাতবেলা উঠে চাষি
মাঠের পানে ছোটে,
ফসল ফলায় বলেই তারা
রয় না বাড়ি মোটে।
শিশির ভেজা সময় তারা
রোজ প্রভাতে জাগে,
নগ্ন পায়ে হেঁটে চলে
ভেজা পরশ লাগে।
পাখি ডাকে কিচিরমিচির
প্রভাতবেলা শুনি,
মহান প্রভুর শোকর করি
প্রভু কতই গুণী।
শীতের সকাল আরও ভালো
খেতে মজার পিঠা,
মায়ের হাতের তৈরি পিঠা
লাগে অনেক মিঠা।