কুঁচকির চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডে খেলতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তখনই জানা যায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। শান্তর চোটে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট স্কোয়াডে এসেছে একটি পরিবর্তন। দলে ঢুকেছেন মিডল অর্ডার ব্যাটার চট্টগ্রামের শাহাদাত হোসেন দীপু। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীপু এখন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলছেন। গত সোমবার চট্টগ্রামের হয়ে ১১৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দিপু। ফর্মে থাকা এই ব্যাটারকেই ওয়েস্ট ইন্ডিজে উড়িয়ে নিচ্ছে বিসিবি। ২২ বছর বয়সী দিপু দেশের হয়ে এর আগে ৪টি টেস্ট খেলেছেন। তবে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি। টেস্টে তার সর্বোচ্চ ইনিংসটি ৩১ রানের। ২০২৩ সালের ২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় দীপুর। এ বছরের ৩০ মার্চ চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে খেলেন শেষ ম্যাচ। তবে সবশেষ পাকিস্তান সফরের দলেও ছিলেন তিনি। তবে একাদশে সুযোগ পাননি। এবার অবশ্য তার সম্ভাবনা বেশি। যে কারণে তাকে যত দ্রুত সম্ভব ওয়েস্ট ইন্ডিজে পাঠাতে চায় বিসিবি। যাতে অন্তত একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারেন তিনি। আগামী ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ নভেম্বর। টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশের টেস্ট স্কোয়াড : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।