ফ্রান্সিস থম্পসন : রহস্যবাদী ইংরেজ কবি

| বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৫:০১ পূর্বাহ্ণ

ফ্রান্সিস থম্পসন(১৮৫৯১৯০৭। একজন ইংরেজ কবি এবং ক্যাথলিক রহস্যবাদী ছিলেন। তিনি ১৮৫৯ খ্রিষ্টাব্দের ১৬ ই ডিসেম্বর যুক্তরাজ্য ল্যাঙ্কাশায়ারের প্রেস্টনের উইঙ্কলে স্ট্রিটে জন্মগ্রহণ করেন। তার বাবা চার্লস ছিলেন একজন ডাক্তার। এগারো বছর বয়সে থম্পসন ডারহামের কাছে একটি ক্যাথলিক সেমিনারী উশাও কলেজে ভর্তী হন। একটি দুর্বল, সূক্ষ্ম এবং অত্যন্ত লাজুক ছেলে, তাঁর অবসরের বেশির ভাগ সময় কাটত কলেজের লাইব্রেরিতে যেখানে তিনি ইতিহাস ও কবিতার বইয়ের প্রতি অনুরাগী ছিলেন। তিনি ১৮ বছর বয়সে মেডিকেল স্কুলে প্রবেশ করেন, কিন্তু ২৬ বছর বয়সে একজন লেখক এবং কবি হিসাবে তার প্রতিভা অন্বেষণ করার জন্য বাড়ি ছেড়ে চলে যান। তিনি লন্ডনের রাস্তায় তিন বছর কাটিয়েছেন, বই এবং ম্যাচ বিক্রি করে নিজেকে সমর্থ করে তোলেন। এসমং তিনি আফিমে আসক্ত হয়ে পড়েছেন যা তিনি একটি স্নায়বিক সমস্যা থেকে মুক্তি পেতে নিয়েছিলেন। ১৮৮৮ খ্রিষ্টাব্দে তিন বছর রাস্তায় থাকার পর, ম্যারি ইংল্যান্ড ম্যাগাজিনে তাঁর কবিতা পাঠানোর পরে তিনি আবিষ্কৃতহন। ম্যাগাজিনের সম্পাদক উইলফ্রিড এবং অ্যালিস মেনেল তাকে খুঁজে বের করেছিলেন, যারা তার কাজের মূল্য স্বীকার করেছিলেন।

তারা তাকে তাদের বাড়িতে নিয়ে যান এবং তার আফিম আসক্তির বিষয়ে উদ্বিগ্ন হন। চিকিৎসার্থে তাঁকে কয়েক বছরের জন্য আওয়ার লেডি অফ ইংল্যান্ড প্রাইরি, স্টরিংটনের কাছে পাঠানো হয়। চিকিৎসার পরেও তিনি স্নায়ু ব্যথা উপশম করার জন্য অনিয়মিত বিরতিতে অল্প মাত্রায় আফিম গ্রহণ করতে থাকেন। ফ্রান্সিস ১৮৮৮১৮৯৭ এই সময়ের মধ্যে তার বেশিরভাগ কবিতা লিখেছিলেন। তিনি মেনেলসের সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তোলেন যারা তার কবিতার জন্য অনুপ্রেরণা প্রদান করেছিলেন। ১৮৯৩ খ্রিষ্টাব্দে তার প্রথম বই পোয়েমস প্রকাশিত হয়। জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে ১৮৯৭ সাল থেকে তিনি গদ্য লেখা শুরু করেন। ১৮৯৭ খ্রিষ্টাব্দে, তিনি গদ্য লিখতে শুরু করেন। তিনি তাঁর জীবদ্দশায় অন্যান্য রচনা ও প্রবন্ধ সহ তিনটি কবিতার বই প্রকাশ করেছিলেন। থম্পসন ৪৭ বছর বয়সে ১৯০৭ খ্রিষ্টাব্দের ১৩ ই নভেম্বর মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধদ্রুত রাস্তা সংস্কার চাই
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে