জীবনটাই একটা সাধনা

বিভাস গুহ | বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৫:০০ পূর্বাহ্ণ

মানুষের জীবনের চিরন্তন প্রত্যাশা অজানাকে জানা, অদেখাকে দেখা। মানুষ স্বপ্ন দেখে আর সে স্বপ্নকে ছুঁয়ে দেখার জন্য নিরন্তর ছুটে চলে। স্বপ্নকে ছুঁয়ে দেখার প্রত্যাশা পূরণের জন্য জীবনের শেষদিন পর্যন্ত মানুষ সময় এবং জীবনের সাথে সংগ্রাম করে। কেউ সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে আর কেউবা কাছাকাছি গিয়ে থেমে যায় কেউবা শুরুতেই হোঁচট খায়। মানুষের চাওয়ার যেমন শেষ থাকে না আবার পাওয়ারও শেষ থাকে না। এই চাওয়া পাওয়ার দোলাচলে জীবন চলতে থাকে। এটাই মানুষের জীবন। কেউ হাসে কেউ কাঁদে। কারো জীবন আনন্দে পরিপূর্ণ কারো বা দুঃখ কষ্ট বেদনায় ভারাক্রান্ত। কেউ সুখে আত্মহারা কারো বুকে কষ্টের বোঝা। কারো জীবনে পরিবার পরিজন আত্মীয় স্বজনের সরব উপস্থিতি হাসি আনন্দের ঝর্ণাধারা কারো জীবনে একাকীত্বের অথৈ যন্ত্রণা। তবুও জীবন থেমে থাকে না। সময়ের কাটায় ভর করে চলতেই থাকে। এই গতিময়তায় জীবন। এভাবে চলতে চলতে একদিন থেমে যায় জীবনের রথ। কারো জীবনের রথ থেমে গেলেও সময়ের রথ থামে না ছুটে চলে সময় টিক টিক টিক করে। কার জীবন সুখে ভরপুর কার জীবনে দুঃখের অমানিশা কার জীবন সফলতায় পরিপূর্ণ কার জীবন ব্যর্থতায় পর্যবসিত কার জীবন মিলনে মধুর কার জীবন বিরহে কাতর কার চোখে অশ্রুধারা কার মুখে হাসির ফোয়ারা। সেদিকে তাকানোর সুযোগ যেন সময়ের নেই। ছুটে চলছে তো চলছে অবিরাম গতিতে। ছুটে চলা যে সময়ের ধর্ম। খাঁচার ভিতরের পাখিটা যতদিন আসা যাওয়া করে ততদিন জীবন। তারপরে সব শেষ। এ পৃথিবীর মায়া মোহের বেড়াজাল ছিন্ন করে চলে যেতে হয় সবাইকে দুদিন আগে আর পরে। তাই সময় থাকতে নিতে হয় যাবার প্রস্তুতি। হেলায় হেলায় সময় পার করে দিলে ব্যর্থ হবে জীবন। লালন সেজন্য বলছে সময় গেলে সাধন হবে না। জীবনটাই একটা সাধনা। সে সাধনায় ডুব দিতে পারলেই খুঁজে পাওয়া যায় জীবনের আনন্দ।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধআমার পথচলা