অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখিত রিজভী

শেখ মুজিবের ছবি

| বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৪:৫২ পূর্বাহ্ণ

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো বিষয়ে দেওয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়। এদিন বেলা সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে রিজভী বলেন, তিনি মনে করেন ‘তার (শেখ মুজিবুর রহমান) ছবি নামিয়ে ফেলা উচিত হয়নি’। পঁচাত্তরের ১৫ আগস্টের পর খন্দকার মোশতাক শেখ মুজিবের ছবি নামিয়ে নিল। জিয়াউর রহমান ৭ নভেম্বর সিপাহিজনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এলেন। জিয়াউর রহমান কিন্তু বঙ্গভবনে শেখ মুজিবের ছবি ফিরিয়ে আনেন। খবর বিডিনিউজের।

দেড় ঘণ্টা পর দেওয়া বিবৃতিতে বলা হয়, আজ গণমাধ্যমে প্রকাশিত ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে’ মর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম, বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে।

রিজভী তার বিবৃতিতে বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিসআদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত।

পূর্ববর্তী নিবন্ধইউক্যালিপটাস ও আকাশমনি গাছ না লাগানোর নির্দেশ
পরবর্তী নিবন্ধবাংলা সাহিত্যের ‘স্বজন’ উইলিয়াম রাদিচের জীবনাবসান