পোর্ট সিটি ইউনিভার্সিটির ডিবেট ফোরামের (পিসিডিএফ) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ পিসিডিএফ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগের সমন্বয়ে মোট ১২টি দলের হয়ে ৩৬ জন বিতার্কিক অংশগ্রহণ করেন। ‘চিন্তার বিকাশে যুক্তির শক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত শুক্রবার ট্রপি উন্মোচনের মাধ্যমে বিতর্কের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরল আনোয়ার। গত শনিবার পিসিআইইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিতর্কের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে টিম পরিণীতা চ্যাম্পিয়ন এবং টিম ব্যঙ্গরচনা রানার্সআপ হয়েছে। এতে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে জাহিদুল ইসলাম রাফি। চূড়ান্ত পর্বে প্রধান বিচারক ছিলেন দৃষ্টি চট্টগ্রামে সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না। সহবিচারক ছিলেন পিসিডিএফ সাবেক কনভেনর ইয়াসির সিলমী ও অ্যাডভোকেট মিজানুল হক। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিডিএফের কো–অর্ডিনেটর মো. নাজিফ হাসান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. নুরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিসিডিএফের দপ্তর সম্পাদক মহিউদ্দিন মারুফ ও মিডিয়া সম্পাদক বৃষ্টি আক্তার।
প্রধান অতিথি বলেন, বিতর্ক চর্চা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে ও সামাজিক দায়বদ্ধতা গড়ে ওঠে। জেতা কোনো বিষয় না, অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় সাহসিকতা। এড়াছাও তিনি ফোরামের সার্বিক অগ্রগতির জন্য কিছু দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথিবৃন্দও পিসিডিএফের আয়োজন, আয়োজক ও অংশগ্রহণকারী দলগুলোর ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের সভাপতি মো. নাজিফ হাসান চৌধুরী সমাপনী বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।