দেশের ৬৮২টি সরকারি স্কুল আর মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি ৩ হাজার ১৯৯টি বেসরকারি স্কুলে প্রথম থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে ১১ লাখ ১৬ হাজার ৫৫৫টি আসনে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত বিকাল ৫টা পর্যন্ত। এর মধ্যে সরকারি স্কুলে আসন সংখ্যা ১ লাখ ৮ হাজার ৪০৪টি, বেসরকারি স্কুলে ১০ লাখ ৮ হাজার ১৫১টি। খবর বিডিনিউজের।
ঢাকা মহানগর পর্যায়ের ভর্তি কমিটির সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তিচ্ছুদের স্কুল নির্ধারিত হবে।’ ১১০ টাকা ফি দিয়ে স্কুলে ভর্তির আবেদন করা যাবে। সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তিতে আলাদা আলাদা আবেদন করতে হবে।
উপজেলা পর্যায়ের বেসরকারি স্কুলগুলো স্থানীয় ভর্তি কমিটির অনুমোদন নিয়ে সরাসরি লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। তাদের জন্য অনলাইনে আবেদনের প্রয়োজন পড়বে না।