স্কুলে এসে শিক্ষার্থীদের বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনৈতিক ও আপত্তিকর আচরণের অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। গত ৩ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে ১৮ জন শিক্ষার্থী স্বাক্ষর করে অভিযোগ দিলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল তদন্ত কমিটি এসে শিক্ষার্থীদের বক্তব্য গ্রহণ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে একটি বিশেষ মহল ঘটনাটি ধামাচাপা দিতে সাধারণ শিক্ষার্থীদের নানা রকম ভয়ভীতি প্রদান করছে বলেও অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘বিগত চার বছর ধরে সুনামের সাথে এ বিদ্যালয়ে আমি শিক্ষকতা করছি। যোগদানের পর থেকে একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে যাচ্ছে। এর অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে। এ ব্যাপারে আমি সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দিয়েছি। ’

প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দিন আহমেদ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আজকে (গতকাল) সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটির কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেছে।

এদিকে তদন্তের সময় প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের বাইরে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ ব্যাপারে তদন্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন বলেন, সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের আনীত অভিযোগ তদন্তে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য নিয়েছি। অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক উপস্থিত না থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পরে তার বক্তব্য নিয়ে যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধগণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার প্রতিবাদ
পরবর্তী নিবন্ধশামা ওবায়েদের দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার