বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের আধুনিকায়ন ও ডিজিটাল সমপ্রচার যন্ত্রপাতি স্থাপন শীর্ষক প্রকল্পের সীমানা গতকাল সকালে সরেজমিনে পরিদশর্ন করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো. ছালহ্ উদ্দিন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি ও পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন এবং প্রকল্পের দ্রুত বাস্তবায়নকল্পে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন। তিনি চট্টগ্রাম কেন্দ্রের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও পর্যালোচনা করেন।
পরবর্তীতে তিনি বাংলাদেশ বেতার, চট্টগ্রামের অডিটোরিয়ামে কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীদের সাথে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মহাপরিচালক তার বক্তব্যে বলেন, জনগণকে বেতার অনুষ্ঠানে সম্পৃক্ত করতে হবে এবং বেতারের সাথে তরুণ প্রজন্মের সংযোগ বাড়াতে হবে। তিনি বক্তব্যে কর্মকর্তাদের মনিটরিংয়ের উপর নজর দিতে বলেন। মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম, চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাস, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মো. আব্দুল হালিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।