পলিথিন ব্যাগের ক্ষতিকর প্রভাব নিয়ে অনেক ধরণের গবেষণা হলেও কোনো অদৃশ্য কারণে এর উৎপাদন বন্ধ করা যাচ্ছে না। এতে করে পরিবেশের ক্ষতি সাধিত হচ্ছে। এর ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করার জন্য নানা ধরনের পদক্ষেপের কথা আমরা প্রায় সময় শুনে থাকি কিন্তু এর উৎপাদন বন্ধ না করে শুধু পদক্ষেপ নিলে কোন সুফল আসবে না। পলিথিন ব্যাগের যত্রতত্র ব্যবহার এর ফলে অপচনশীল এই জিনিস পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় বাধা সৃষ্ঠি করে জলাবদ্ধতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে।
আমরা সবজি, মাছ, তরিতরকারি কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে আমরা পলিথিন ব্যবহার করছি। অনেক সময় কাগজের ব্যাগ কিংবা পলিথিনের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হলেও প্রতিনিয়ত পলিথিন ব্যবহারে অভ্যস্ত হওয়ায় আমরা সেই পথে এগুতে পারছি না। বিশেষ করে শহরের মানুষ থলে ব্যবহার না করায় পলিথিনের ওপর অধিক নির্ভরশীল। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, পলিথিন ব্যাগ অবাধ ব্যবহারের ফলে চর্মরোগ, উচ্চ রক্তচাপ, স্নায়ুজনিত রোগ ও ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের সংক্রমণ হতে পারে। অথচ পরিবেশ সুরক্ষায় পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব সোনালি ব্যাগ হতে পারে উত্তম বিকল্প। পরিকল্পিত ভাবে সমন্বয় করে বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণ করা অতিব জরুরি, এতদবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করছি।
মোহাম্মদ বদিউর রহমান
দ. মধ্যম হালিশহর,
বন্দর, চট্টগ্রাম।