নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের বিচার দাবি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৫:১৯ পূর্বাহ্ণ

৫ আগস্ট পতন হওয়া আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের বিচারের দাবিতে চট্টগ্রাম নগরে গণজমায়েত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রোববার বিকাল তিনটায় নগরের চকবাজার প্যারেড কর্নারে গণজমায়েত হয়ে মিছিল নিয়ে জামালখান, চেরাগী মোড়, আন্দরকিল্লা, লালদীঘি ও নিউমার্কেট মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ করেন তারা। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফি।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, বিভিন্ন সময় ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য ছাত্ররা রাজপথে রক্ত দিয়েছে। ২০২৪ সালে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমরা স্পষ্ট করে বলতে চাই যদি জুলাইয়ের হত্যাকারী মাথাচাড়া দিয়ে উঠতে চায়, আবার ফিরতে চায় তাহলে সে মাথা আমরা দুমড়েমুচড়ে ভেঙ্গে দেব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের আরেক সমন্বয়ক ইবনে হোসাইন জিয়াদ বলেন, ৫ আগস্টের পর থেকে স্বৈরাচার আওয়ামী লীগ বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র ও তৎপরতা চালাচ্ছে। সেটি মোকাবিলা করে আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে আছি। পলাতক স্বৈরাচার, গণহত্যাকারী আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে কিংবা জুলাই গণঅভ্যুত্থানের বীর, শহীদদের রক্তের সাথে বেঈমানি করার অপচেষ্টা চালালে; আমরা তাদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের মতো মাঠে থেকে শক্তহাতে প্রতিহত করবো। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আশা করি ফ্যাসিবাদী শক্তি যারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে তাদের সকলকে আটক করবেন। জুলাই বিপ্লবে আমাদের অনেক ভাইকে তারা নৃশংসভাবে শহীদ করেছে। যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করবেন। এর আগে গতকাল ঢাকায় নুর হোসেন দিবস নিয়ে পতিত আওয়ামী লীগের সমাবেশের কর্মসূচি ঘোষণা দিলে ঢাকার মতো চট্টগ্রামেও পাল্টা কর্মসূচি দেয় শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি হবে