ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

| শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

নগরীর পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেটে অবস্থিত ‘ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও শিক্ষক সাজ্জাদ হোসাইন এবং আ..ম শাকিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সাইন্স’র ডিন প্রফেসর ড. আতিয়ার রহমান। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট পেরেন্টিং কনসালটেন্ট ড. আহসান হাবীব ইমরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. .টি.এম. রেজাউল করিম, ম্যানেজিং কমিটির সেক্রেটারি ডা. মুহাম্মদ ইউসুফ, সদস্য অধ্যাপক এম.এ হাশেম, অধ্যক্ষ কে. এম মোস্তফা রেজাউল মনির, এস.কে. এম আনিসুদ্দৌলা, স্থপতি আল নোমান মুহাম্মদ ইউনুস, মাহমুদুল আমিন খান ও ডা. সাইফুল ইসলাম টিপু চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র কোঅর্ডিনেটর হিজবুন নাহার, জুনিয়র কোঅর্ডিনেটর নার্গিস আক্তার, মতলুবা নাসরিন, ফাহমিদা কাউনাইন, লুৎফুন্নেছা ডেইজি, ইসমত জাহান, জিমি বড়ুয়া, নাহিদা আক্তার, আসমা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা বদরুল আহসান ও আশরাফ উদ্দিন প্রমুখ। সকল শিক্ষকশিক্ষিকা, কর্মকর্তাকর্মচারী, অভিভাবকমণ্ডলির উপস্থিতিতে এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেধা ও সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক চর্চার তাৎপর্য এবং যুগোপযোগী ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। আদর্শ পরিবার গঠনে মাবাবার মূখ্য ভূমিকা পালন এবং শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহলে সুন্নাত ওয়াল জামা’আতের অনুদানের চেক হস্তান্তর
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু