কর্ণফুলীতে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জেলা ছাত্রদলের মতবিনিময়

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ at ৪:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বিগত স্বৈরাচারী ফ্যাসিস্টদের মত আমরা স্বাধীন সংবাদপত্রের কণ্ঠরোধে কোন কাজ করবো না। পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার এদেশে স্বাধীন সংবাদপত্রের কন্ঠরোধ করে জনগণের অধিকার হরণ করেছেন। আমরা সে পথে যাব না।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কর্ণফুলীতে একটি রেস্তোরায় কর্ণফুলী প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ এ কথা বলেন। এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দপ্তরের বিশেষ দায়িতপ্রাপ্ত নুর শাহেদ খাঁন রিপন, কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, রিফাত আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা সানাউল্লাহ্ মির্জা। বক্তব্য রাখেন কর্ণফুলী প্রেসক্লাবথর সভাপতি মোর্শেদুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক আবেদ আমেরী, সহ সভাপতি মো. শফিউল আজমসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ‘দেশ গড়ার কাজে ছাত্রদের কোন বিকল্প নেই, যেখানে অন্যায়-অবিচার সেখানেই রুখে দাঁড়াবে ছাত্রদল। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘স্বাধীনমত প্রকাশের ক্ষেত্রে বিদায়ী স্বৈরাচারি শাসক গোষ্ঠিরমত আগামীতে কন্ঠরোধে সংবাদপত্র ও সংবাদকর্মীদের উপর কোন হস্তক্ষেপ হবে না বলে বিশ্বাস করি। সাংবাদিকরা প্রতিহিংসা পরায়ণ না হয়ে নির্রদ্বিধায় দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা রাখি।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ছাত্রনেতৃবৃন্দকে ফ্যাসিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে নিজেদের বিরত রেখে জাতির কল্যাণে কাজ করতে হবে। ছাত্ররা হলো জাতির আগামী দিনের দিকনির্দেশক। তাই তাদেরকে সততা ও নৈতিকতার মধ্যে দিয়ে পরিচালিত করে আগামী প্রজম্মের দিকপাল হিসেবে কাজ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধরাখাইনে অনাহারের ঝুঁকিতে ২০ লক্ষাধিক মানুষ
পরবর্তী নিবন্ধদেশে ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ১২০৯ জন