অবশেষে দুই মাস পর রিজার্ভ পৌঁছাল ২০ বিলিয়ন ডলারের ঘরে। তবে আগামী সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর বিল পরিশোধ করতে হবে, এতে আবার তা কমে যেতে পারে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, বিপিএম৬ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ডলার। গত ৪ সেপ্টেম্বরের পর প্রথমবারের মত এই সীমায় উঠতে পারল এটি। খবর বিডিনিউজের।আওয়ামী লীগ সরকারের পতনের চারদিন আগে বাংলাদেশ ব্যাংক রিজার্ভের হিসাব প্রকাশ করে। ওই হিসাব অনুযায়ী ৩০ জুলাই তা ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, ২১ অগাস্টও ছিল তাই। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর ১২ সেপ্টেম্বর তা নেমে হয় ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে। গত মাসের শেষ দিন অর্থাৎ ৩১ অক্টোবর রিজার্ভ ছিল ১৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। এই হিসাবে এক সপ্তাহে যোগ হয়েছে ১৩ কোটি ডলার। তারও আগের সপ্তাহে ২৩ অক্টোবর রিজার্ভ ছিল ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার। ওই সপ্তাহে বাড়ে ৭ কোটি ডলার।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, রেমিটেন্সের প্রবাহ বাড়ার কারণেই রিজার্ভ বেড়েছে। তবে সরাসরি রেমিটেন্স রিজার্ভে যোগ হয় না।
টানা তিন মাস ধরে প্রবাসী আয় এসেছে ২ বিলিয়নের বেশি। এর মধ্যে আগস্টে এসেছে ২ দশমিক ৩২ বিলিয়ন, সেপ্টেম্বরে ২ দশমিক ৪০ বিলিয়ন এবং অক্টোবরে ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। অবশ্য রেমিটেন্স কখনও সরাসরি রিজার্ভে জমা হয় না।