সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বর্তমান বিশ্বের সকল শ্রেণির মানুষের কাছে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এটির সাহায্যে আমরা একে অন্যের সাথে সহজে সংযুক্ত হতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আমরা ঘরে বসে এখন সকল ধরনের পণ্য বা সেবা ক্রয় করতে পারি খুব সহজে। এছাড়া গ্রামে বসেও দেশের স্বনামধন্য শিক্ষকদের ক্লাস শুনতে ও শিখতে পারি। এই সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা আমরা বিশ্বে ঘটমান প্রতিটি মুহূর্তের সংবাদ জানতে পারি। তবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের একদিকে যেমনি অনেক ভালো দিক রয়েছে অন্যদিকে তেমনি খারাপ দিকও রয়েছে। এটির অপব্যবহারের মাধ্যমে খারাপ মানসিকতার মানুষরা খুব সহজেই গুজব ছড়াচ্ছে যার দ্বারা প্রতিনিয়ত আতংকিত হচ্ছেন সাধারণ মানুষ। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ এতটাই আসক্ত যে আমাদের পাশে বসা আত্মীয় কিংবা অনাত্মীয় মানুষটি কেমন আছেন বা কী সমস্যা সেটুকু জিজ্ঞেস করার সময়টুকু পায় না। আবার আমরা কেমন আছি তারাও সেটা জিজ্ঞেস করার চেষ্টা করে না। মজার বিষয় হচ্ছে, আমরা কেমন আছি, কী করছি এবং কোথায় যাচ্ছি এই বিষয়গুলো পরিবারের কাউকে অবগত না করলেও নিজের ফেসবুক ওয়ালে কিন্তু ঠিকই পোস্ট করছি। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি আমাদের কাছের মানুষদের থেকেও দূরত্ব বাড়িয়ে দিচ্ছে।
আমরা যেন তাদের পাশে থেকেও অনেক দূরে অবস্থান করছি। এতে করে আমাদের সমাজে নানান নেতিবাচক প্রভাব পড়া শুরু হয়েছে। পূর্বে আমরা যে সময়টুকু আমাদের প্রিয়জনদের দিতাম বর্তমানে সে সময়টুকু অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিবাহিত করি। এতে করে আমাদের বন্ধন দিনে দিনে অবনতির দিকে ধাবিত হচ্ছে। তাই আমাদের সকলের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার করা।