অন্তর্র্বর্তী সরকারের ৩ মাস, ৫ অর্জন

| শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৭:১০ পূর্বাহ্ণ

অন্তর্র্বর্তী সরকারের বয়স তিন মাস হচ্ছে আজ। দায়িত্ব নেওয়ার তিন মাসে মোটাদাগে সরকারের পাঁচটি অর্জনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এর আগে সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। খবর বাংলানিউজের।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেনআগামীকাল (আজ) সরকারের তিন মাস পূর্ণ হচ্ছে। এই তিন মাসে আপনারা কী কী কাজ করেছেন? উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তিন মাসের বিষয়ে আমরা বলতে পারি মোটা দাগে, এই সরকার যথেষ্ট অর্জন করেছে। তারা সিনসিয়ার ছিল। গত তিনটা মাসে কোনো কেলেঙ্কারির কথা শুনেছেন? আমরা মনে করি মোটা দাগে পাঁচটা মেজর কাজ হয়েছে।

তিনি বলেন, একটা হচ্ছেস্মুথ একটা ট্রানজিশন হয়েছে। দুই হচ্ছেইকোনমিক রিকভারি হয়েছে। তিন হচ্ছেআমরা ম্যাসিভ গ্লোবাল সাপোর্ট পেয়েছি পুরো বিশ্ব থেকে। সবাই আমাদেরকে বলেছে, গতকাল ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি দেখেন। প্রেস সচিব বলেন, চতুর্থ হচ্ছেআমরা রিফর্ম (সংস্কার) এবং ইলেকশনের (নির্বাচন) একটি রোডম্যাপ দিয়েছি। আপনারা বলতে পারেন যে, আপনারা তো তারিখ দেননি। কিন্তু সংস্কারগুলো কীভাবে হবে? আমরা বলেছি যে সংস্কারের পরে যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের রিপোর্টগুলো নিয়ে আলাপ হবে তখন সংস্কার কতটুকু করা হবে এবং সেইটার ওপরে নির্ভর করবে নির্বাচনের তারিখ কবে পড়বে।

পঞ্চম হচ্ছেআপনারা দেখবেন যে অনেকগুলো ক্রাইসিস ছিল এই তিনটা মাসে। দ্রব্যমূল্য বেড়ে গেছে, গার্মেন্টস সেক্টরে অস্থিরতা ছিল। বন্যা ছিল কয়েকটা, যে সমস্ত জায়গায় বন্যা আমরা অনেক বছর, কয়েক দশক আমরা শুনিনি সেখানেও বন্যা হয়েছে; কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, শেরপুরআপনারা শুনেছেন এ সমস্ত জায়গায় বন্যা হয়েছে অতীতে? গত ২০, ৩০, ৪০ বছরে আমি তো শুনিনি। আমি সাংবাদিকতা করছি ৩০ বছর, আমি তো শুনিনি। সেখানে আমরা এই ক্রাইসিসগুলো থেকে দেশকে উত্তরণ এবং আমরা চেষ্টা করেছি ক্রাইসিসগুলো কত ভালোভাবে মোকাবিলা করা যায়। আপনারা দেখবেন যে বড়, মহৎ একটা রেভুলেশন হলো, সেই রেভুলেশনের কারণে অনেকের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আশা তৈরি হয়েছে। ওনারা ঢাকায় এসে অনেক ধরনের আন্দোলন করছেন, তাদের দাবিদাওয়াগুলো জানিয়েছেন। আমরা চেষ্টা করেছি সবার সঙ্গে আলাপ আলোচনা করে সে অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার।

সংবাদ সম্মেলন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধযৌক্তিক সময়ে নির্বাচন হলে দেশের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব
পরবর্তী নিবন্ধকক্সবাজার রেলপথে ট্রেনে কাটা পড়ে প্রাণহানির সংখ্যা বাড়ছে