মীরসরাইয়ে ৪ হাজার কৃষক পাবে কৃষি প্রণোদনা পাচ্ছেন

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ নভেম্বর, ২০২৪ at ৮:০২ অপরাহ্ণ

মীরসরাইয়ে চলতি অর্থ বছরে ৪ হাজার ১১০জন কৃষকে দেওয়া হবে কৃষি প্রণোদনা । ২০২৪-২০২৫ অর্থ বছরে পূর্ণবাসন ও প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে শীতকালীন সবজি বীজ ও নগদ অর্থ সহায়তা, চাষযোগ্য হাইব্রীড সবজি বীজ, সার অর্থ সহায়তা রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় মীরসরাই উপজেলা কনফারেন্স হলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সভাপতিত্বে উপ-সহকারি কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তি প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাইদ মাহমুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জোবায়দুর রহমান ভাসানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, সহকারি প্রোগ্রামার আই সি টি মহিউদ্দিন জিলানী।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, পুনর্বাসন কমর্সূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০০ কৃষকদের মাঝে বসতবাড়িতে বিভিন্ন জাতের শীতকালীন শাক সবজি বীজ ও অর্থ সহায়তা এবং রবি প্রনোদনার আওতায় ১০১০ জন কৃষকদের সরিষা, গম, চীনাবাদাম, সূযর্মুখী, পেঁয়াজ, মুগ, ফেলন, খেসারি বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় নিষিদ্ধ পলিথিনের কারবারের বিরুদ্ধে অভিযান, জব্দ ও অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধচবিতে ধরা পড়ল ৮ ফুটের অজগর