চবি শিক্ষার্থীদের সকল ফি আদায় হবে অনলাইনে

সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ নভেম্বর, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

অনলাইনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ভর্তি ফি, সেশন ফি, পরীক্ষা ফিসহ সকল প্রকার আর্থিক লেনদেন করার দাবি ছিল দীর্ঘদিনের। সাবেক উপাচার্য প্রফেসর শিরীণ আখতারসহ বিভিন্ন সময় প্রশাসন আশ্বাস দিয়ে আসলেও তা আলোর মুখ দেখেনি। অবশেষে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আক্ষেপ ঘুচতে চলেছে। শিক্ষার্থীদের সকল প্রকার ফি অনলাইনে নিতে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চবি কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুর আড়াইটায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে এটি কার্যকর করতে ১৫ দিন সময় চেয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার বলেন, চবি শিক্ষার্থীদের সকল প্রকার ফি অনলাইনে আদায়ের মাধ্যমে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং অনেক কষ্ট দূর হবে। শিক্ষার্থীদের কল্যাণে এ চুক্তি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ সময় তিনি উপস্থিত ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন করে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের প্রত্যাশিত সেবা পূরণ করতে হবে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন অংশীজনের নিকট থেকে স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন প্রকার ফি অনলাইনে আদায়ের সুবিধার্থে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চুক্তি স্বাক্ষরিত হল তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন তাদের অনুভূতি ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। উপউপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হতে যাচ্ছে। এখন থেকে তাদের সকল প্রকার আর্থিক লেনদেন অনলাইনে করতে পারবে। আগে সনাতনী পদ্ধতিতে শিক্ষার্থীদের অনেক কষ্ট করে টাকা জমা দিতে হত। অনলাইন হওয়ার পর আশা করি সেই কষ্ট দূর হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্ট, হিসাব নিয়ামক এবং চবি সংশ্লিষ্ট অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও সোনালী ব্যাংকের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার মো. মুছা খান, ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমার বল, হাটহাজারী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) যাদব চন্দ্র দাসসহ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএক মাস পর বান্দরবানে আজ খুলছে পর্যটনের দুয়ার
পরবর্তী নিবন্ধজিটুবি যোগাযোগে গুরুত্ব দিচ্ছে জাপান